বিভিন্ন প্রকার প্রশিক্ষণ : প্রতি বছর ডিসেম্বর থেকে ভর্তি ফরম পূরণ করে এবং একাডেমীর হিসাব শাখায় সরাসরি যোগাযোগ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক প্রশিক্ষণ (সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও তবলা) গ্রহণ করা যায়।
প্রাক-প্রাথমিক শিক্ষা: (৪-৫ বছরের দু:স্থ শিশুদের জন্য) সরাসরি জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ পূর্বক এ সেবা পাওয়া যায়।
শিশু গ্রন্থাগার: শিশু একাডেমীতে অবস্থিত এ গ্রন্থাগারে সংরক্ষিত বিভিন্ন প্রকার দেশী ও বিদেশী বই পড়তে পারে।
পুস্তক বিক্রয়: শিশু একাডেমী হতে প্রকাশিত শিশুদের উপযোগী বিভিন্ন বই সুলভ মূল্যে যে কোন ব্যক্তি ক্রয় করতে পারবে।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে শিশুদের অংশগ্রহণ: শিশু একাডেমী বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করে থাকে। এ সকল অনুণ্ঠানে সকল শ্রেণীর শিশুদের অংশগ্রহনের সুযোগ রয়েছে।
এছাড়াও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তৃণমূল পর্যায় থেকে যাচাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।