সিটিজেন চার্টারঃ
বাংলাদেশ শিশু একাডেমী, কুড়িগ্রাম জেলা শাখা শিশুদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশের লÿÿঢাকা কেন্দ্রীয় অফিসের নির্দেশনা অনুযায়ী শিশুদের জন্য নিম্নোক্ত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ক্র.নং |
সেবা সমূহ |
০১ |
লাইব্রেরী ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাঃশিশুদের বইপড়ায় উৎসাহ দান এবং লাইব্রেরী মুখী করার উদ্দেশ্যে শিশুদের মাঝে কুইজ, বিতর্ক, আবৃত্তি, ধাঁ-ধাঁ বক্তৃতা, রচানা লিখন কর্শসূচী পালিত হয়। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাঃ উপজেলা পর্যায় থেকে জেলা অঞ্চল ও জাতীয় পর্যায় প্রতি বছর সাহিত্য সংগীত,নৃত্য,চিত্রকলা, বিজ্ঞানযন্ত্র,ক্রীড়া ও সৃজনশীল হসত্ম ও কুটির শিল্পসহ ৬০টি বিষয়ে শিশুদের মাঝঝে প্রতিবছর বার্ষিক জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
|
০২ |
মৌসুমী প্রতিযোগিতাঃচারজন করে দলীয় নৃত্য,দলীয় দেশাত্ববোধক জারীগান, উপস্থিত বিতর্ক ও উপস্থিত জ্ঞান জিজ্ঞাসায় ৪টি বিষয়ে উপজেলা-জেলা-অঞ্চল ও জাতীয় পর্যায়ে শিশুরা প্রতিবছর দলগত মৌসুমী প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে।
|
০৩ |
লাইব্রেরীঃদেশ বিদেশের শিশুতোষ বই, জ্ঞান বিজ্ঞানের বই, জীবনী, ভ্রমণকাহিনী, গল্প, কবিতার বই নিয়য়ে শিশু একাডেমীর একটি নিজস্ব পাঠাগার রয়েছে।
|
০৪ |
শিশু যাদুঘরঃনিজ জেলার কৃষ্টি ও ঐতিহ্য এবং জাতীয় ও আমত্মর্জাতিক তব্যক্তিত্বের জীবনী তথ্য আলোকচিত্র,মডেল ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে শিশু যাদুঘর কার্যক্র অত্র জেলায় চালু রয়েছে।
|
০৫ |
এন. সি.টি.এফ কার্যক্রমঃ শিশু অধিকার সনদ বাসত্মবায়নের লÿÿ্য সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় স্থানীয় ফোকাল এনজিও’র ব্যবস্থাপনায় শিশু একাডেমীতে ১১ সদস্যের জেলা জাতীয় শিশু কোর কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
|
০৬ |
জীবন দÿতা বিষয়ক প্রশিÿণঃ লিসেন টু চিল্ডেন টু ভয়েজেস প্রকল্পে সেভ দ্য চিল্ডেন অস্ট্রেলিয়ার সহায়তায়, কুড়িগ্রাম জেলায় সরকারী উচ্চ বালিকা ও বালক বিদ্যালয়ে ৬০ জন বালিকা ও ৬০জন বালককে তাদের সহপাঠিদের দিয়ে চলতি বছরে জীবন দÿতা বিষয়ক প্রশিÿণ প্রদান করা হয়েছে।
|
০৭ |
শিশু পুসত্মক প্রদর্শণীঃশিশু একাডেমী প্রকাশিত শিশুতোষ বই পত্রিকা প্রদর্শনীর মাধ্যমে প্রতি বৎসর জেলা-উপজেলায়, প্রচার ও বিক্রির ব্যবস্থা নেয়া হয়।
|
০৮ |
শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শণীঃশিশু একাডেমী নির্মিত শিÿামূলক ও বিনোদনমূলক বিভিন্ন শিশু চলচ্চিত্র জেলা তথ্য অফিসের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে এবং জেলায় উলেস্নখ্যযোগ্য স্থানে প্রদর্শন করা হয়।
|
০৯ |
আমত্মঃজেলা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীঃবিভিন্ন ঝেলার সাথে সাংস্কৃতিক মেল বন্ধন তৈরি এবং সংশিস্নষ্ট ঝেলার ঐতিহ্য কৃষ্টি নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা এবং অন্য ঝেলার ঐতিহ্য কৃষ্টি নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা এবং অন্য জেলার ঐতিহ্যের সাথে পরিচিতি নিয়ে এই কর্মসূচী পালিত হয়।
|
১০ |
শিশুদের শিÿা সফরঃ নিজ জেলার ও অন্যান্য জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের মাধ্যমে হাতে কলমে শিÿাদানের জন্য প্রতি বছর শিশুদের নিয়ে এই কর্মসূচী পালিত হয়।
|
১১ |
শিশুদের শিÿা সফরঃনিজ জেলার ও অন্যান্য জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের মাধ্যমে হাতে কলমে শিÿাদানের জন্য প্রতি বছর শিশুদের নিয়ে এই কর্মসূচী পালিত হয়। |
১২ |
শিশু অধিকার বাসত্মবায়নে জনগণের মাঝে সচেতনা সৃষ্টিঃ সমাবেশ, ওয়ার্কসপ, সেমিনার, সিমপোজিয়াম, এর মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের সর্বসত্মরের শিশুসহ বিভিন্ন পেশাজীবী এবং বিভাগের কর্মকর্থাসহ এই কর্মসূচী পালিত হয়।
|
১৩ |
শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসবঃপ্রতি বছর বিভিন্ন শিশুতোষ নাটকের প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
|
১৪ |
বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনঃ জেলার নির্বাচিত খ্যাতিমান সাহিত্য, সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যু বার্ষিকী প্রতিবছর পালন করা হয়।
|
১৫ |
শিশু আনন্দ মেলাঃ শিশুদের হাতে তৈরি বিভিন্ন দ্রব্য, বিজ্ঞান যন্ত্র, ষ্টল সজ্জা প্রতিযোগিতা, সংগৃহীত দ্রব্যের প্রতিযোগিতা,সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কমসূচী পালন করা হয়।
|
১৬ |
ধর্মীয় মূল্যবোধ বিষয়ে কার্যক্রমঃ শিশুদের মাঝে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি সৌজন্য ও নৈতিকতা সৃষ্টির জন্য প্রতি বছর এই কমসূচী পালন করা হয়। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)ঃ মহানবীর জীবনী ও কর্মের আদর্শে শিশুদের উদ্বূদ্ধ করার উদ্দেশ্যে পতি বছর এই কমসূচী পালন করা হয়।
|
১৭ |
রবীন্দ্র-নজরম্নল জন্ম জয়মত্মীঃ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুলের জীবন ও কর্মের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়ার জন্য এই কর্মসূচী পালন করা হয়।
|
১৮ |
বিভিন্ন জাতয়ি দিবস পালনঃশহীদ বুদ্ধিজীবী দিবস, আমত্মর্জাতিক মাতৃভাষা দিবস,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ উদযাপন, জাতীয় শিশু দিবস, জাতীয় শোক দিবস, বিভিন্ন প্রশিযোগীতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
|
১৯ |
শিশু অধিকার সপ্তাহ উদযাপনঃজাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ বাসত্মবায়নের লÿÿ্য ইউনিসেফের সহায়তায় এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচী ও বরাদ্দ প্রাপ্তি সাপেÿÿসুবিধাবঞ্চিজত শিশু প্রাক-বিদ্যালয়ের শিশুদের নিয়ে সমাবেশ, ব্যালী ওয়ার্কশপ, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়। |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে লাইব্রেরীয়ান-কাম মিউজিয়াম কীপার, অফিস সহকারী, এম.এল.এস.এস, নৈশ প্রহরী সাংস্কৃতিক বিভাগের প্রশিÿকবৃন্দ, শিশু বিকাশ ন্দ্রে ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিÿÿকাবৃন্দ ও সংশিস্নষ্ট অন্যান্যদের সমন্বয়ে সেবাসমূহ নিশ্চিত করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS